দেশজুড়ে

দোকান বন্ধ রেখে জুয়েলার্স ব্যবসায়ীদের মানববন্ধন

লক্ষ্মীপুরে ককটেল ফাটিয়ে দোকানে ঢুকে ব্যবসায়ী অপু কর্মকারকে কুপিয়ে লুটের ঘটনায় ধর্মঘট ও মানববন্ধনের ডাক দিয়েছে ব্যবসায়ীরা।

সোমবার (১২ জুন) জেলা সব সোনার দোকান বন্ধ রয়েছে। বিকেল ৩টায় লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়েছে।

এদিকে শনিবার ডাকাতির ঘটনায় গ্রেফতার আসামি সজিব ও মুনছুর লক্ষ্মীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আবু ইউছুফের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে ব্যবসায়ীদের আধাবেলা ধর্মঘট

সজীব বরগুনা জেলার বামনা থানার খুসনিছড়া গ্রামের ইয়াকুব আলীর ছেলে ও মুনসুর নরসিংদী জেলার মাধবদী থানার বাগবাড়ি এলাকার মৃত আজিজুলের ছেলে।

বাজুস জেলা শাখার সভাপতি হরিহর পাল বলেন, শনিবার (১০ জুন) আমাদের জরুরি সভা করা হয়েছে। এতে আমরা দোকান বন্ধ রেখে ও মানববন্ধন কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছি। সোমবার সকাল ৯টা থেকে দোকান বন্ধ রেখে কর্মসূচি চলছে। রাত ৯ টা পর্যন্ত জেলার সব সোনার দোকান ও কারখানা বন্ধ থাকবে। বিকেলে দোকান মালিক ও কর্মচারীরা লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে অংশ নেবেন।

কাজল কায়েস/জেএস/জিকেএস