নারায়ণগঞ্জে মাদক মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (১২ জুন) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্তরা হলেন রাজশাহী গোদাগাড়ী এলাকার আলাউদ্দিনের ছেলে মো. জিয়ারুল ও একই এালাকার তরিকুল ইসলামের ছেলে জনি আহম্মেদ।
আদালতের পরিদর্শক আসাদুজ্জামান জাগো নিউজকে রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আব্দুর রহিম জাগো নিউজকে জানান, ২০২১ সালের ৯ মার্চ রূপগঞ্জের আমলাবো এলাকায় অভিযান চালিয়ে হেরোইনসহ দুজনকে আটক করা হয়। পরে এ ঘটনায় র্যাব বাদী হয়ে মামলা করে। ওই মামলায় আটকদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত আজ এ রায় ঘোষণা করেন।
মোবাশ্বির শ্রাবণ/এসআর/এএসএম