লক্ষ্মীপুর পৌরসভায় ফার্নিচার দোকানে কাজ করার সময় বজ্রপাতে নাঈম হোসেন (১২) নামে এক শিশু শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় রাসেল (১৫) নামে আরও এক কিশোর আহত হয়েছে।
সোমবার (১২ জুন) বিকেল ৩টার দিকে পৌর শহরের দক্ষিণ তেমুহনী এলাকায় এ ঘটনা ঘটে। নাঈম সিরাজগঞ্জের বাসিন্দা আবদুল আলিমের ছেলে। তার মা নাছিমা বেগমের সঙ্গে বাবার বিচ্ছেদের পর সে লক্ষ্মীপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের আবিরনগর এলাকায় নানাবাড়িতে থাকে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নাঈম লক্ষ্মীপুর পৌরসভার সমসেরাবাদ এলাকায় সড়ক ও জনপথ কার্যালয়ের সামনে একটি ফার্নিচার দোকানে কাজ করেন। দুপুর ২টার দিকে শহরে বৃষ্টি শুরু হয়। ফার্নিচার দোকানে কাজ করার সময় বজ্রপাতে নাঈম মারা যায়৷ এ সময় রাসেল নামে আরও এক কিশোর আহত হয়। সে স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে।
লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) জহিরুল আলম জাগো নিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ সদর হাসপাতালের মর্গে আছে। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
কাজল কায়েস/এসজে/এমএস