দেশজুড়ে

পারিবারিক কবরস্থানে শায়িত হলেন ইউএনও আল আমিন

পটুয়াখালীর বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমিনের (৩৭) দাফন হয়েছে। সোমবার (১২ জুন) বিকেলে জানাজা শেষে তার মরদেহ বরগুনার আমতলী উপজেলার চুনাখালী গ্রামে পারিবারিক কবরস্থানে তার দাফন হয়।

ইউএনও আল আমিন মিড ক্যারিয়ার প্রশিক্ষণে ৬ জুন ভারতের মুশরি লালবাহাদুর শাস্ত্রি প্রশাসনিক একাডেমিতে যান। ১১ জুন বেলা সাড়ে ১১টায় প্রশিক্ষণরত অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।

আরও পড়ুন: প্রশিক্ষণ চলাকালে মারা গেলেন বাউফলের ইউএনও

সোমবার সকালে বিমানে তার মরদেহ ঢাকায় আসে। এদিন বেলা সাড়ে ১১টায় হেলিকপ্টারে তার মরদেহ কর্মস্থল বাউফল নেওয়া হয়। বাউফল পাবলিক মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার মরদেহ আমতলী উপজেলার চুনাখালী গ্রামে আনা হয়। চুনাখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে তার দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আরও পড়ুন: কর্মস্থল বাউফলে ইউএনও আল আমিনের জানাজা সম্পন্ন

ইউএনওর জানাজায় উপস্থিত হন ভারতীয় হাই কমিশনের সেকেন্ড হাই কমিশনার সানদ্বীপ কুমার, বরিশাল বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান, পটুয়াখালী জেলা প্রশাসক শরীফুল ইসলাম, বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান, আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এমএ কাদের মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলমসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

এসজে/এএসএম