ঝালকাঠির রাজাপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে তাসলিমা বেগম (৫০) নামের অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশাচালকসহ আরও তিনজন আহত হয়েছেন।
সোমবার (১২ জুন) সন্ধ্যা ৭টার দিকে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কে উপজেলার বাঁশতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তাসলিমা বেগম পিরোজপুরের কাউখালী উপজেলার কাঠালিয়া গ্রামের ফরায়েত খানের স্ত্রী।
রাজাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সঞ্জীব কুমার পালহান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করে দেয়। আহতরা রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
স্থানীয়দের বরাত দিয়ে এসআই সঞ্জীব পালহান জানান, ঢাকাগামী আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস রাজাপুরগামী অটোরিকশাটিকে সামনাসামনি ধাক্কা দিলে ঘটনাস্থলেই ওই নারী যাত্রী নিহত হন এবং অটোরিকশার চালকসহ আরও তিনজন আহত হন। ঘটনার পর চালক ও ঘাতক বাসটি ঝালকাঠি থেকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আতিকুর রহমান/এমকেআর