২০১৫ সালে রাজধানীর শাহবাগ থানায় একটি ধর্ষণ মামলা হয় আবু নাসির (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এরপর থেকেই পলাতক তিনি। মামলাটির দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ২০২২ সালে নাসিরকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। দীর্ঘ ৮ বছর পলাতক থাকার পর সোমবার (১২ জুন) রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে তাকে গ্রেফতার করে র্যাব।
মঙ্গলবার (১৩ জুন) সকালে এ তথ্য জানান র্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক।
তিনি বলেন, নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থেকে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আবু নাসিরকে গ্রেফতার করেছে র্যাব-৩। তার বাড়ি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার গংগা শিবপুর।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, নাসিরের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় ২০১৫ সালের একটি ধর্ষণ মামলা রয়েছে। উক্ত মামলাটির দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ২০২২ সালে নাসিরকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। মামলাটি রুজু হওয়ার পর থেকেই আসামি রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবনযাপন করে আসছিলেন।
গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
আরএসএম/জেএইচ/জেআইএম