কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কে রাস্তায় বেরিকেড দিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতে মেহেরপুরগামী একটি লাশবাহী মাইক্রোবাস, শ্যামলী পরিবহন, ট্রাকসহ অনেকগুলো গাড়ির গতিরোধ করে একটি সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতি করেছে। জানা গেছে, শনিবার রাতে কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কে রাস্তায় বেরিকেড দিয়ে সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতি করছিল। এমন সময় একটি ট্রাক আমলা ইউনিয়নের কচুবাড়ীয়া বাজারে এসে সংবাদ দিলে স্থানীয় জনতা সংবদ্ধ হয়ে ধাওয়া করলে ডাকাত দল পালিয়ে যায়। লাশবাহী মাইক্রোবাসের ড্রাইভার বলেন, প্রায় এক ঘণ্টাব্যাপি তাদের থামিয়ে রেখে অনেকগুলো গাড়িতে ডাকাত দল মোবাইল সেট, মানিব্যাগসহ প্রায় ৩ লক্ষাধিক টাকার বিভিন্ন মালামাল অস্ত্রের মুখে জিম্মি করে ছিনিয়ে নিয়েছে।আমলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ টিপু সুলতান ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আল-মামুন সাগর/এসএস/এবিএস