সারাদেশের মতো রাজবাড়ীর পাঁচ উপজেলায় এক হাজার ৬৬টি কেন্দ্রে মোট ঙ লাখ ৩৬ হাজার ৮০ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
বুধবার (১৪ জুন) দুপুরে রাজবাড়ীর সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত জেলা পর্যায়ের সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালায় এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: ফেনীতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে ২ লাখ ৪৪ হাজার শিশু
জানা গেছে, আগামী ১৮ জুন দিনব্যাপী এবছর জেলায় মোট ১ লাখ ৩৬ হাজার ৮০ জন শিশুকে এক হাজার ৬৬টি কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে ৬-১১ মাস বয়সী শিশুর সংখ্যা ১৬ হাজার ৫৬১ জন এবং ১২-৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা এক লাখ ১৯ হাজার ৫১৯ জন।
কর্মশালায় রাজবাড়ী সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত সিভিল সার্জন) ডা. আব্দুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, রাজবাড়ী প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট খান মো. জহুরুল হক, সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল মতিনসহ জেলায় কর্মরত ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা।
রুবেলুর রহমান/জেএস/এমএস