ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দলীয় কার্যালয়ে স্থানীয় যুবলীগের দুই গ্রুপের সভা ডাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। উপজেলার রেলগেট, আশুগঞ্জ বাজার, দলীয় কার্যালয় ও গোল-চত্বর এলাকায় মঙ্গলবার দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত এ ধারা জারি করা হয়।আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ এ আদেশ জারি করেন। যুবলীগ ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলা যুবলীগের নবগঠিত কমিটি নিয়ে দুভাগে বিভক্ত হয়ে পড়েছে উপজেলা যুবলীগ। বর্তমান আহ্বায়ক কমিটির আহ্বায়ক জিয়াউদ্দিন খন্দকার স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে দলীয় কার্যালয়ে মঙ্গলবার এক সভা আহ্বান করা হয়। এর পর পরই সাবেক কমিটির সাধারণ সম্পাদক মোশারফ মুন্সী একই জায়গায় পাল্টা সভা ডাকেন। একই স্থানে দু’গ্রুপের সভা ডাকায় উপজেলা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করে।আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ জানান, উভয় পক্ষকে ডেকে আলোচনা করে সমাধানের চেষ্টা করা হয়েছিল, তবে তা কেউ মানেনি।তাই মঙ্গলবার দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত উপজেলার রেলগেট, আশুগঞ্জ বাজার, দলীয় কার্যালয় ও গোল-চত্বর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে জানান তিনি।