আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সন্দেহভাজন আটক কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ৫ সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বুধবার (১৪ জুন) দুপুরে আটকদের আদালতে হাজির করা হলে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারক সৈয়দা সুরাইয়া আক্তার তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে প্রেরিতরা হলেন, রুমা সদর ইউপির ৩ নম্বর ওয়ার্ড ইডেন রোড এলাকার জুয়ান মান বমের ছেলে লাল কাপ খুম বম (২৬), রুমা সদর ইউপির ৪ নম্বর ওয়ার্ড বেথেল পাড়া এলাকার রেম নিয়ার বমের ছেলে কলজা থাং বম (৩৫), রুমা ২ নম্বর সদর ইউপির ৩ নম্বর ওয়ার্ড লাইরুমপি পাড়ার মৃত জুয়াম খুপ বমের ছেলে ডান ঠা লিয়ান বম, ২ নম্বর রুমা সদর ইউপির ৪ নম্বর ওয়ার্ড বেথেল হেম পাড়ার বাশিচন্দ্র ত্রিপুরার ছেলে দেমন্দ্র ত্রিপুরা (৪৮) ও রোয়াংছড়ি সদর ইউপির ৩ নম্বর ওয়ার্ড ব্যংছড়ি পাড়ার বাশিচন্দ্র ত্রিপুরার ছেলে দেমন্দ্র ত্রিপুরা (৪৮)।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে আটকের পর পুলিশে হস্তান্তর করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।
বান্দরবান সদর কোর্টের ভারপ্রাপ্ত কোর্ট পুলিশ পরিদর্শক (এসআই) প্রিয়েল পালিত বিষয়টি নিশ্চিত করে জানান, সেনা অফিসার হত্যা, সরকারি কর্মচারিদের ওপর আক্রমণ, অপহরণ-গুম ও অস্ত্র মামলায় গ্রেফতার দেখিয়ে রুমা থানা থেকে ৫ আসামিকে আদালতে তোলা হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
নয়ন চক্রবর্তী/এফএ/জিকেএস