দেশজুড়ে

রেললাইন দিয়ে হাঁটছিলেন, ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো নারীর

গাজীপুরের টঙ্গীতে রেললাইন দিয়ে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় জেসমিন আক্তার শান্তা (৩১) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

বুধবার (১৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে টঙ্গীর বনমালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জেসমিন আক্তার পটুয়াখালীর বাউফল থানার মান্দরবন গ্রামের আ. আজিজের মেয়ে। টঙ্গীতে পরিবার নিয়ে বসবাস করতেন তিনি। পুলিশ জানায়, ওই নারী বনমালা এলাকায় রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী অগ্নিবীনা এক্সপ্রেস ট্রেনটি পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে রেললাইনের পাশে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, জেসমিন আক্তার বেখেয়ালি অবস্থায় রেললাইন দিয়ে হাঁটছিলেন। পেছন দিক থেকে ট্রেন এলেও তিনি বুঝতে পারেননি।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) কামাল হোসেন বলেন, লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আমিনুল ইসলাম/এসআর/জিকেএস