বান্দরবানের রুমায় অস্ত্রের মুখে দুই নির্মাণ শ্রমিককে অপহরণের অভিযোগ উঠেছে।
বুধবার (১৪জুন) দিনগত রাত সাড়ে ১২টায় পাইন্দু ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড চান্দাক হেডম্যান পাড়ার পাশের এলাকায় এ ঘটনা ঘটে।
অপহৃত শ্রমিকরা হলেন- দোস্ত মোহাম্মদ (২৮) ও দেলোয়ার হোসেন হৃদয় (১৮)। তারা ওই এলাকায় পার্বত্য উন্নয়ন বোর্ডের একটি সড়ক উন্নয়ন প্রকল্পের নির্মাণ শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
আরও পড়ুন: বান্দরবানে অস্ত্রের মুখে ৪ শ্রমিককে তুলে নিলো কুকি-চিন
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রুমা থেকে রোয়াংছড়ি যাওয়া সড়কের চান্দাক হেডম্যান পাড়ার পাশে ঠিকাদার সুজনের ব্রিজ নির্মাণ করার জন্য অস্থায়ী ছাউনিতে ১৫-২০ জন শ্রমিক অবস্থান করতেন। বুধবার দিনগত রাত সাড়ে ১২ টায় ৭-৮জনের একটি সশস্ত্র দল শ্রমিক ছাউনিতে হানা দিয়ে দোস্ত মোহাম্মদ ও দেলোয়ার হোসেন হৃদয়কে নিয়ে যায়। কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্যরা এ অপহরণ করেছে বলে ধারণা করা হচ্ছে।
তবে সর্বশেষ এই রিপোর্ট লেখা পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।
এবিষয়ে জানতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন ইয়াসির আরাফাত ও ঠিকাদার সুজনের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও তারা ফোন রিসিভ করেনি।
আরও পড়ুন: কারাগারে বান্দরবানে আটক সন্দেহভাজন ৫ কেএনএফ সদস্য
রুমা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, চান্দাক পাড়া এলাকায় উন্নয়ন বোর্ডের চলমান একটি কাজে নিয়োজিত দুই নির্মাণ শ্রমিককে অপহরণের খবর শুনেছি। তবে এ নিয়ে এখানো পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। তবুও ঘটনা তদন্তে পুলিশ কাজ করছে।
উল্লেখ্য, এর আগে ১০ জুন ভোরে রুমার বগালেক এলাকা থেকে চার শ্রমিককে অপহরণ করা হয়েছিল।
নয়ন চক্রবর্তী/জেএস/এএসএম