নরসিংদী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও নরসিংদী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন ভূঁইয়া ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার বেলা আড়াইটায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য, মতিন ভূঁইয়ার নাতি সাজ্জাদ হোসেন ভূঁইয়া সোয়েব।
এসময় তিনি আরও জানান, মতিন ভূঁইয়া কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। কয়েকবার ঢাকা থেকে চিকিৎসা করিয়ে নিয়ে আসা হয়েছে। সর্বশেষ গত মঙ্গলবার আবাও অসুস্থ্য হয়ে পরেন।
তখন তাকে রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীর অবস্থায় বৃহস্পতিবার দুপুরে বেলা আড়াইটার দিকে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭৬ বছর। স্ত্রী, ছেলে ও মেয়ে রেখে যান তিনি।
ঢাকা থেকে তার মরদেহ নরসিংদীতে আনার পর শুক্রবার বাদ জুমা দত্তপাড়ার ঐতিহাসিক ঈদগাহ ময়দানে নামাজে জানাজা শেষে পূর্বদত্তপাড়া কবরস্থানে দাফন করা হবে।
এদিকে তার মৃত্যুতে নরসিংদীর আওয়ামীলীগ পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
সঞ্জিত সাহা/এমআইএইচএস