টানা বৃষ্টিতে সুনামগঞ্জের নদ-নদীতে পানি বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ৭০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। উৎকণ্ঠায় দিন কাটছে ভাটি অঞ্চলের মানুষের।
এদিকে ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত অব্যাহত থাকায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামসুদ্দোহা বলেন, গতকালের চেয়ে আজ নদীর পানি কিছুটা কমলেও ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত অব্যাহত থাকায় সীমান্তবর্তী এলাকায় স্বল্পমেয়াদি বন্যা হতে পারে। জেলার নদ-নদীর পানি বিপৎসীমার ১৫৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
লিপসন আহমেদ/আরএইচ/এমএস