হবিগঞ্জের বাহুবলে বাড়ির পাশে হাওরে কাজ করতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ জুন) দুপুরে উপজেলার সাতকাপন ইউনিয়নের বক্তারপুর গ্রামের হাওরে এ ঘটনা ঘটে।
নিহত সেলিম মিয়া (৩০) ওই গ্রামের সুন্দর আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম খান জানান, সেলিম মিয়া নামে ওই ব্যক্তি বাড়ির পার্শ্ববর্তী হাওরে কাজ করতে গিয়ে বজ্রপাতে মারা যান।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল করিম জানান, সেলিম দুপুরে হাওরে কাজ করতে যান। এ সময় বৃষ্টিপাত শুরু হলে বজ্রপাত হয়। বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এফএ/জিকেএস