চট্টগ্রামের সীতাকুণ্ডে মো. দিদারুল ইসলাম (২৬) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে হাইওয়ে থানা পুলিশ।
শুক্রবার (১৬ জুন) ভোরে সীতাকুণ্ডের টেরিয়াইল এলাকা থেকে ১৫ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করা হয়। এসময় নম্বরবিহীন একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেফতার দিদারুল ইসলাম ফেনী জেলার সদর থানার ফাজিলপুর গ্রামের সাইদুজ্জামানের ছেলে।
হাইওয়ে কুমিল্লা রিজিওনের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ জাগো নিউজকে বলেন, টেরিয়াইল এলাকায় চট্টগ্রামমুখী লেনে একটি মোটরসাইকেল থামানোর সংকেত দেয় পুলিশ। এসময় চালক মোটরসাইকেল না থামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে তাকে আটক করা হয়।
এসময় তার মোটরসাইকেলের সিটের নিচ থেকে ১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। দিদারুল ইসলামের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় মাদক আইনে মামলা দিয়ে তাকে গ্রেফতার দেখানো হয়েছে বলেও জানান তিনি।
ইকবাল হোসেন/কেএসআর/জিকেএস