আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
ফেডারেল আদালতে প্রথম মুসলিম বিচারক বাংলাদেশি বংশোদ্ভূত নুসরাত
যুক্তরাষ্ট্রের ফেডারেল বিচারক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত নুসরাত জাহান চৌধুরী। এই প্রথম কোনো মুসলিম নারী মার্কিন ফেডারেল বিচারক পদে নিয়োগ পেলেন। তার নিয়োগকে স্বাগত জানিয়েছে ইউএস সিভিল লিবারটিজ ও মুসলিম অ্যাডভোকেসি গ্রুপ।
ভারত-পাকিস্তানে বিপর্যয়ের আঘাত
ভারত-পাকিস্তান উপকূল বরাবর আঘাত হেনেছে ঘূর্ণিঝড় বিপর্যয়। পাকিস্তানের আবহাওয়া বিভাগ জানিয়েছে, বিপর্যয় মূলত গুজরাট উপকূল ও পাকিস্তান-ভারত সীমান্ত বরাবর আছড়ে পড়ে। তবে এতে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
মণিপুরে ফের উত্তাপ, থামছে না সহিংসতা
ভারতের মণিপুরে ফের সহিসংতার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ জুন) রাজ্যটির রাজধানী ইম্ফলে কারফিউ ছিল। কিন্তু তার মধ্যেই নিরাপত্তাবাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষ হয়েছে। জ্বালিয়ে দেওয়া হয়েছে বহু বাড়ি।
সুইস পার্লামেন্টে জেলেনস্কির ভাষণ বয়কট করলেন এমপিরা
সুইজারল্যান্ডের পার্লামেন্টে ভিডিও লিংকের মাধ্যমে বৃহস্পতিবার (১৫ জুন) ভাষণ দিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে এদিন পার্লামেন্টের একাংশ খালি রেখেই বক্তব্য দিতে হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্টকে। কারণ, তার ভাষণ বয়কট করেছেন সুইস পার্লামেন্টের বৃহত্তম দলের এমপিরা।
কিয়েভে পৌঁছানোর পরপরই বিস্ফোরণের সাক্ষী হলো আফ্রিকার শান্তি মিশন
শান্তি মিশনে ইউক্রেনে সফর শুরু করার মধ্যেই অন্তত দুটি বিস্ফোরণের সাক্ষী হয়েছেন আফ্রিকার নেতারা। শুক্রবার (১৬ জুন) দেশটির রাজধানী কিয়েভে এ বিস্ফোরণ ঘটে। সেসময় ইউক্রেনের রাজধানীজুড়ে বিমান হামলার সাইরেন বাজেতেও শোনা যায়।
ধর্ষণের সংজ্ঞায় বড় বদল আনলো জাপান
ধর্ষণকে নতুনভাবে সংজ্ঞায়ন ও যৌন সম্পর্কে সম্মতির সর্বনিম্ন বয়স আগের থেকে বাড়িয়ে যৌন অপরাধ সংক্রান্ত আইনে বড় ধরনের সংস্কার এনেছে জাপান। দেশটিতে আগে যৌন সম্পর্কে সম্মতির আইনি বয়স ছিল ১৩, এখন সেটা বেড়ে ১৬ করা হয়েছে।
বিজেপির সব নেতাকর্মী চোর-ডাকাত-গুন্ডা: মমতা
পঞ্চায়েত নির্বাচনের আগে আবারও জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) নিয়ে সরব হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির প্রতি তার প্রশ্ন, ‘এনআরসির নামে খুন হলে কী হয়?’ শুক্রবার (১৬ জুন) দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে নামখানার ইন্দিরা ময়দানে ভাষণ দিতে গিয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন তৃণমূল সুপ্রিমো।
সহকর্মীকে যৌন হয়রানি, সাবেক পুলিশ কর্মকর্তার ৩ বছরের কারাদণ্ড
ভারতের তামিলনাডুতে সাবেক পুলিশ কর্মকর্তাকে যৌন হয়রানির অপরাধে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন সেখানের এক আদালত। রাজেস নামের ওই শীর্ষ কর্মকর্তা সহকর্মী অন্য এক নারী কর্মকর্তাকে যৌন হয়রানি করেন। ২০২১ সালের ফেব্রুয়ারিতে সিনিয়র কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন ওই নারী আইপিএস কর্মকর্তা।
কানাডায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৫
কানাডার মধ্যাঞ্চলে সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ১০ জন। একটি ছোট বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষের ফলে এ হতাহতের ঘটনা ঘটে। গত কয়েক বছরের মধ্যে দেশটিতে এটি সবচেয়ে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনাগুলোর মধ্যে একটি।
সাংবাদিক নাদিমের মৃত্যুতে ইন্দো-বাংলা প্রেস ক্লাবের শোক
দুর্বৃত্তদের হামলায় নিহত বাংলাদেশের জামালপুরে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে কলকাতার ইন্দো-বাংলা প্রেস ক্লাব। বৃহস্পতিবার (১৫ জুন) এক জরুরি সভার মাধ্যমে সাংবাদিক নাদিমের মৃত্যুতে শোক ও তাকে হত্যার প্রতিবাদ জানান প্রেস ক্লাবের সদস্যরা।
এসএএইচ/এএসএম