নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে শহীদুল ইসলাম টিটুকে সভাপতি ও আইনজীবী বারী ভূঁইয়াকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
শুক্রবার (১৬ জুন) নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন ও সদস্য সচিব গোলাম ফারুক খোকন সই করা এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সহসভাপতি পদে রয়েছেন ১৫ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৯ জন, সাংগঠনিক সম্পাদক পদে পাঁচজন জন, সহ-সাধারণ সম্পাদক ৯ জন এবং সদস্য হিসেবে রয়েছেন ১৬ জন।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মুহাম্মদ গিয়াস উদ্দিন জাগো নিউজকে বলেন, ফতুল্লা বিএনপির পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। আশা করছি এ কমিটির মাধ্যমে ফতুল্লা থানা বিএনপি আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে।
মোবাশ্বির শ্রাবণ/এসআর