যুক্তরাষ্ট্রের ভিসানীতি বিএনপির জন্য বিষফোঁড়ায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তিনি বলেন, সম্প্রতি বাংলাদেশের জন্য নতুন ভিসানীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। এ নীতি নিয়ে দুশ্চিন্তায় বিএনপি। কারণ, তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে শান্তিপূর্ণ নির্বাচনে বাধা, নির্বাচন বর্জন, গণতন্ত্রকে বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ড করতে পারবে না। তাই যুক্তরাষ্ট্রের ভিসানীতি বিএনপির জন্য এখন বিষফোঁড়ায় পরিণত হয়েছে।
শনিবার (১৭ জুন) দুপুরে পুরান ঢাকার সুত্রাপুরের আল-আমিন কমিউনিটি সেন্টারে আয়োজিত চক্ষু চিকিৎসা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। বিনামূল্যে এ চক্ষু চিকিৎসাসেবা কার্যক্রমের আয়োজন করেছে মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশন।
সাবেক মেয়র সাঈদ খোকন বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা নিয়ে দেশ-বিদেশে নানামুখী ষড়যন্ত্র চলছে। এ ষড়যন্ত্র মোকাবিলা করতে না পারলে আমরাই শুধু নয়, সমগ্র বাংলাদেশ নিশ্চিহ্ন হয়ে যাবে। এ ষড়যন্ত্রের বিরুদ্ধে পাল্টা আঘাত হানতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় অবশ্যই নিশ্চিত করতে হবে এবং এজন্য আমাদের এখন থেকেই যার যার অবস্থান থেকে কাজ শুরু করে দিতে হবে। তিনি বলেন, যারা স্বাধীনতার বিরোধী শক্তি, তারা একত্র হয়ে দুঃস্বপ্ন দেখছে, তারা আবার নাকি বাংলাদেশের ক্ষমতায় আসবে। কীভাবে আসবে? জনগণের ভোট পেতে হবে তো। যেখানে জনগণ আজ দৃঢ়তার সঙ্গে বলছে, শেখ হাসিনার বিকল্প শুধু শেখ হাসিনাই। তাহলে কীভাবে সম্ভব? তারা ভোটে বিশ্বাস করে না। ভোটে যাবে না। ষড়যন্ত্রের মাধ্যমে যদি কেউ তাদের গদিটা পাইয়ে দেয়, তাই দেশ-বিদেশে সেই ধরনের ষড়যন্ত্র তারা করে চলেছে। শেখ হাসিনা কোনো ষড়যন্ত্রে বিশ্বাস করেন না, পেশিশক্তিতে বিশ্বাস করেন না। তিনি বিশ্বাস করেন জনগণের শক্তি।
সাঈদ খোকন বলেন, নৌকার বিজয় হলে দেশের উন্নয়ন হবে, মানুষের ভাগ্যের উন্নয়ন হবে, দেশের মানুষ শান্তিতে বসবাস করবে। প্রধানমন্ত্রীকে আবার বিজয়ী করতে না পারলে আমাদের উন্নয়ন অগ্রগতি থেমে যাবে। দেশে অশান্তি শুরু হবে, মানুষের ভাগ্য নিয়ে আবার ছিনিমিনি খেলবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো সরকার গঠনে দেশের মানুষের সহযোগিতা প্রত্যাশা করে সাঈদ খোকন বলেন, যারা আমাদের উন্নয়নের অংশীদার এবং দেশের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আগামী জাতীয় নির্বাচনে আমরা নৌকাকে বিজয়ী করবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পঞ্চমবারের মতো সরকার গঠনে আমাদের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখব ইনশাআল্লাহ।
এমএমএ/জেএইচ/জেআইএম