দেশজুড়ে

বগুড়ায় সৈয়দ আশরাফের বিরুদ্ধে মামলা

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের বিরুদ্ধে বগুড়ায় মামলা হয়েছে। বগুরার সারিয়াকান্দি উপজেলার বাসিন্দা জাহাঙ্গীর আলম মঙ্গলবার জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এ দণ্ডবিধির ৫০০ ধারায় মামলাটি দায়ের করেন। সৈয়দ আশরাফ দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল সম্পর্কে বিতর্কিত মন্তব্য করায় মামলাটি দায়ের করেন জাহাঙ্গীর আলম।মামলার বাদী জাহাঙ্গীর আলম আদালতে সৈয়দ আশরাফুল ইসলামের বিরুদ্ধে সমন জারির আবেদন করেছেন। দৈনিক প্রথম আলো ও বাংলাদেশ প্রতিদিনের সম্পাদককে মামলার সাক্ষী করা হয়েছে।