ফেনীতে একটি প্রতারণা মামলার আসামি মো. হারুনুর রশিদ (৪২) এক বছরের সাজা এড়াতে পলাতক ছিলেন ১৩ বছর। তবে শেষ রক্ষা হয়নি, গ্রেফতার হয়েছেন পুলিশের হাতে।
শুক্রবার (১৬ জুন) বিকেলে ঢাকার পুরানা পল্টন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
হারুন ফেনীর ছাগলনাইয়া উপজেলার রাঁধানগর ইউনিয়নের উত্তর পানুয়া গ্রামের মৃত আমিনুল হকের ছেলে।
পুলিশ জানায়, ২০১০ সালের জানুয়ারিতে হারুনুর রশিদের বিরুদ্ধে ছাগলনাইয়া উপজেলার এক ব্যক্তির সঙ্গে প্রতারণার অভিযোগে আদালতে মামলা হয়। মামলার পর থেকেই তিনি পলাতক। তার অনুপস্থিতিতে ২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি আদালত তাকে এক বছরের কারাদণ্ড দেন এবং তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পরোয়ানা পাওয়ার পর পুলিশ আসামির খোঁজে মাঠে নামে। গ্রেফতার এড়াতে নানা কৌশলের আশ্রয় নিয়ে ঢাকাসহ বিভিন্ন জায়গায় হারুন ১৩ বছর পালিয়ে ছিলেন।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় বলেন, প্রতারণার মামলায় দণ্ডপ্রাপ্ত হারুনকে অবশেষে শুক্রবার বিকেলে ঢাকার পুরানা পল্টন এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। রাতেই তাকে কারাগারে পাঠানো হয়েছে।
আবদুল্লাহ আল-মামুন/এমআরআর/জেআইএম