দেশজুড়ে

খুলনায় বজ্রপাতে প্রাণ গেলো দুইজনের

খুলনার দাকোপ উপজেলায় পৃথক বজ্রপাতে দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন।

রোববার (১৮ জুন) সকাল ৭টা ও সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আজিজুল শেখ (৬২) ও সুজিত মণ্ডল (৩৩)। আহতরা হলেন- আনিস গাজী, ইসমাইল, রিপন বৈদ্য ও শাহারিয়া বেগম।

দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল দত্ত ও তিলডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মো. জালাল উদ্দীন গাজী বজ্রপাতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: নওগাঁয় বজ্রপাতে প্রাণ গেলো চারজনের

চেয়ারম্যান মো. জালাল উদ্দীন গাজী জানান, রোববার সকালে ৭টার দিকে তিলডাঙ্গা ইউনিয়নে ৩ নম্বর ওয়ার্ডের কাঁকড়া বুনিয়া গ্রামের আজিজুল শেখসহ তিন-চারজন একসঙ্গে মৎস্যঘেরের রাস্তায় মাটির কাজ করছিল। এমন সময় হঠাৎ বজ্রপাতে তার মৃত্যু হয়। তবে অন্যদের কোনো সমস্যা হয়নি।

অন্যদিকে দাকোপ থানার ওসি বলেন, সুতারখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে কালাবগী গ্রামের সুজিত মণ্ডলসহ চার-পাঁচজন জেলে সকালে কালাবগী নদীতে মাছ ধরার জন্য জালপেতে অপেক্ষা করছিলেন। এমন সময় হঠাৎ বজ্রপাতে সুজিত মণ্ডল মারা যান। বাকিরা আহত হন। আহতদের স্থানীয় চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়েছে।

আলমগীর হান্নান/জেএস/জেআইএম