বোমা কেড়ে নিয়েছে মেয়েটির ডান হাত এবং দুই পা। হুইল চেয়ার যেন তার নিত্য সঙ্গী। যে কোনো কাজেই প্রয়োজন হয় অন্যের সাহায্য। বোমা বিস্ফোরণে হারিয়েছেন শরীরের গুরুত্বপূর্ণ দুটি অঙ্গ কিন্তু হারায়নি নেজলা ইমাদ নামের ওই কিশোরীর প্রাণশক্তি।বাম হাতেই টেবিল টেনিস খেলে একের পর এক প্রতিযোগিতায় চমক দেখিয়েছেন তিনি। আগামী প্যারা অলিম্পিকে ইরাকের হয়ে অংশ নিতে পারেন নেজলা। ৩ বছর বয়সে রাস্তার ধারে বোমা বিস্ফোরণে একটি হাত এবং দুটি পা হারান তিনি। গাড়ির মধ্যে বসে থাকলেও, স্প্লিন্টারের আঘাতে ক্ষত-বিক্ষত হয়ে যায় ছোট্ট শরীরটা। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি তার অঙ্গ। ঘটনার এক বছর পর থেকেই টেবিল টেনিসকে সঙ্গী করেই এগিয়ে চলছেন এই কিশোরী।নেজলা বলেন, টেবিল টেনিস আমার জীবন পাল্টে দিয়েছে। প্রতিদিন আমার আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করেছে। এটাই আমার নতুন পরিচিতি দিয়েছে। সকলেই আমায় সাহায্য করার জন্য এগিয়ে আসেন। দেখেও খুব ভালো লাগে।তবে রাস্তা এতটা সহজ ছিল না। সপ্তাহে তিনদিন বাকুবায় হোসাম হোসেনের তত্ত্বাবধানে অনুশীলন করেন। সপ্তাহে দুদিন প্রায় ৬০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাগদাদে যায় অনূর্দ্ধ-১৬ ইরাক দলের সঙ্গে অনুশীলন করতে। গত বছর ইরাকে জাতীয় টেবল টেনিসে রুপা জিতে নেয় নেজলা। এসআইএস/এবিএস