দেশজুড়ে

স্কুলের সামনে থেকে বিদেশি মদসহ কারবারি গ্রেফতার

ফেনীতে এক সরকারি স্কুলের সামনে থেকে ৪৫ বোতল বিদেশি মদসহ মো. জাকির হোসেন (২৭) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৭ জুন) দিনগত রাত সাড়ে ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়। রোববার (১৮ জুন) আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতার জাকির ফুলগাজী উপজেলার আমজাদ হাট ইউনিয়নের পূর্ব বসন্তপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে।

আরও পড়ুন: সীতাকুণ্ডে ফেনসিডিলসহ যুবক গ্রেফতার

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় পলাশ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ছাগলনাইয়া পৌরসভাস্থ দক্ষিণ সতর মির্জার বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালায় পুলিশ সদস্যরা। এসময় ২১ বোতল হুইস্কি, ২৪ বোতল ভটকাসহ জাকিরকে গ্রেফতার করা হয়।

রোববার মামলা দিয়ে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আবদুল্লাহ আল-মামুন/জেএস/জেআইএম