দেশজুড়ে

বৃষ্টি-ঝোড়ো হাওয়ায় কমলো মোংলা উপকূলের তাপমাত্রা

উত্তর বঙ্গোপসাগরে মোটামুটি সক্রিয় মৌসুমি বায়ুর অগ্রভাগের প্রভাবে বাগেরহাটের মোংলাসহ সংলগ্ন উপকূলীয় এলাকায় ঝোড়ো বাতাস বইছে। থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে তাপমাত্রা কমে জনজীবনে স্বস্তি ফিরেছে।

আবহাওয়া অফিস জানায়, আরও দু-তিন দিন উপকূলের বিভিন্ন জায়গায় থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া চলতি মাসের শেষের দিকে মাঝারি ও ভারী বৃষ্টি হতে পারে।

বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে বৃষ্টি হয়নি। বৃহস্পতিবার মোংলায় আষাঢ়ের প্রথম দিন হালকা বৃষ্টি হলেও কমেনি তাপপ্রবাহ। কিন্তু আষাঢ়ের চতুর্থ দিনে রোববার (১৮ জুন) ভোর থেকে মোংলায় আকাশ মেঘে ঢেকে যায়। পাশাপাশি থেমে থেমে হালকা বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইছে। ফলে দীর্ঘদিন ধরে চলে আসা তাপপ্রবাহ প্রশমিত হতে শুরু করেছে।

এদিকে মেঘ, বৃষ্টি ও বাতাসে অস্বস্তিকর গরম থেকে স্বস্তি মিললেও বিদ্যুৎদের লোডশেডিং ভোগান্তি কমেনি। দীর্ঘ সময়ের ঘন ঘন লোডশেডিংয়ে বিদ্যুৎ না থাকায় রান্নাবান্না, দোকানপাটে বেচা-কেনা ও শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন ব্যাহত হচ্ছে।

স্থানীয়রা জানান, দিনে ও রাতে কমপক্ষে পাঁচ/সাতবার বিদ্যুৎ যাচ্ছে। আর বৃষ্টি-বাতাস হলে তো কথাই নেই। ফলে মুহূর্তে মুহূর্তে বিদ্যুৎ চলে যায় মোংলায়।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) মোংলার আবাসিক প্রকৌশলী এইচ এম ফরহাদ হোসেন জাগো নিউজকে বলেন, জাতীয় গ্রিড থেকে চাহিদার তুলনায় কম বিদ্যুৎ সরবরাহ থাকায় প্রয়োজন মেটাতে বাধ্য হয়ে দিনে-রাত ২৪ ঘণ্টায় অনন্ত তিন ঘণ্টার লোডশেডিং দিতে হচ্ছে। এছাড়া ঝোড়ো হাওয়ায় গাছ ও গাছের ডালপালা পড়ে বৈদ্যুতিক খুঁটি এবং তারের ক্ষতি, শর্ট সার্কিট ও ফিউজ কেটে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ছে। তা দ্রুত সময়ের মধ্যে ঠিকঠাক করে পুনরায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হচ্ছে।

খুলনা আবহাওয়া অফিসের কর্মকর্তা (সেকেন্ড অফিসার) অমরেশ চন্দ্র ঢালী জাগো নিউজকে বলেন, উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় থাকায় উপকূলে মেঘ, বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইছে। এতে তাপমাত্রা কমে জনমনে স্বস্তি ফিরেছে। আর উপকূলের বিভিন্ন এলাকায় থেমে থেমে এমন হালকা-মাঝারি বৃষ্টিপাত হবে আগামী দু-তিন দিন। এরপর ২৪ জুনের মধ্যে মাঝারি-ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।

তিনি আরও বলেন, বৃষ্টিপাতে তাপমাত্রা কমবে, আবার বৃষ্টি কমে গেলে তাপমাত্রা বেড়ে যাবে। তবে বর্তমানে তুলনামূলক খুলনা বিভাগে মাঝারি-ভারী বৃষ্টিপাত কম হচ্ছে। অন্য জায়গায় পর্যাপ্ত বৃষ্টিপাত হচ্ছে।

আবু হোসাইন সুমন/এসজে/এএসএম