দেশজুড়ে

যুবকের জালে ধরা পড়লো ৮ কেজির চিতল

ঝালকাঠির বাসন্ডা নদীতে ফায়েজ নামের এক যুবকের জালে ধরা পড়েছে আট কেজি ওজনের একটি চিতল মাছ।

সোমবার (১৯ জুন) দুপুরে ঝালকাঠি সদর উপজেলার দারখি এলাকায় মাছটি ধরা পড়ে।

মাছ শিকারি ফায়েজ বলেন, ‘এত বড় চিতল মাছ পাবো কল্পনাও করতে পারিনি। আল্লাহর অশেষ শুকরিয়া আমার জালে বিশাল আকৃতির মাছটি ধরা পড়েছে। এতে আমি খুবই আনন্দিত।’

তিনি আরও বলেন, ‘অনেকে মাছটি কিনতে চেয়েছেন কিন্তু আমি বিক্রি করিনি। বাড়ির সবাইকে নিয়ে একবেলা খেতে পারলে আনন্দ পরিপূর্ণ হবে।’

প্রত্যক্ষদর্শী ইয়াকুব আলী ও হাছেন হাওলাদার বলেন, অনেক আগে এমন বড় বড় মাছ পাওয়া যেতো। তবে কয়েক বছরে এত বড় মাছ ধরা পড়েনি। সম্প্রতি নদীতে গোসল বা অন্যান্য কাজ করতে গিয়ে অনেকে কামড় খেয়ে ভয়ে তীরে চলে আসছিলেন। কিন্তু কীসে কামড় দিচ্ছে তা কেউ বুঝতে পারেননি। এখন মাছটি দেখে বুঝলাম এটাই কামড় দিচ্ছিল।

জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ বলেন, এখন আষাঢ় মাস শুরু হয়েছে। বড় নদীর মাছ শাখা নদীতে ঢুকে পড়ছে। বোয়াল, আইড়, চিতল, কাতলা, রুইসহ দেশীয় বিভিন্ন জাতের মাছ এখন ধরা পড়বে।

আতিকুর রহমান/এসআর/এএসএম