দেশজুড়ে

রাজবাড়ীতে ছাত্রদলের আনন্দ মিছিলে আওয়ামী লীগের হামলা

রাজবাড়ীর বালিয়াকান্দিতে উপজেলা ও কলেজ শাখা ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিলে হামলার অভিযোগ উঠেছে। এতে অন্তত সাতজন আহত হয়েছেন। তাদের রাজবাড়ী ও ফরিদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে বালিয়াকান্দি টেম্পুস্ট্যান্ড এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও হামলার শিকার ছাত্রদলের নেতাকর্মীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে বালিয়াকান্দি ও কলেজ শাখা ছাত্রদলের নবগঠিত কমিটি আনন্দ মিছিল বের করে। মিছিলটি ওয়াপদা মোড় থেকে টেম্পুস্ট্যান্ডে এলে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালান। এসময় আশিকুর রহমান নামের একজন দোকানে আশ্রয় নিলে সেখানে ঢুকে তাকে মারধর করা হয়।

জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান বলেন, তাদের শান্তিপূর্ণ আনন্দ মিছিলে অতর্কিত হামলা চালানো হয়েছে। এ ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন।

বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান মাস্টার বলেন, আজ তাদের মিটিং ছিল। কিন্তু এমপি আসতে পারবেন না বলে মিটিং স্থগিত করা হয়। ছাত্রদলের ওপর হামলার বিষয়ে মুখে মুখে শুনেছেন। তিনি এ বিষয়ে কিছুই জানেন না।

এ বিষয়ে বালিয়াকান্দি থানার উপপরিদর্শক (এসআই) রাজীবুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি।

রুবেলুর রহমান/এসআর/এমএস