তথ্যপ্রযুক্তি

ভেঞ্চার ক্যাপিটালের অংশ বিক্রি করছে ইন্টেল

মার্কিন চিপ নির্মাতা কোম্পানি ইন্টেল তার ভেঞ্চার ক্যাপিটাল ইউনিটের একটি অংশ বিক্রির সিদ্বান্ত নিয়েছে। সংশ্লিষ্ট সূত্রের উদ্ধৃতি দিয়ে রয়টার্স এ খবর জানিয়েছে।  এতে বলা হয়, বিশ্বের বৃহত্তম চিপ নির্মাতা এ প্রতিষ্ঠান সম্ভাব্য ক্রেতা সন্ধানে ইউবিএস গ্রুপ এজির সঙ্গে যৌথভাবে কাজ করছে। ভেঞ্চার ক্যাপিটাল ইউনিটের যে অংশ বিক্রির পরিকল্পনা করা হচ্ছে, তার মূল্য প্রায় ১ বিলিয়ন ডলার, যা প্রতিষ্ঠানটির কর্পোরেট ভেঞ্চার ইউনিট ইন্টেল ক্যাপিটালের একটি অংশ এবং এর অধীনে বৈশ্বিকভাবে বেশ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে। রয়টার্সের খবরে আরো বলা হয়েছে,  ইন্টেলে বিক্রয়যোগ্য সম্পদ সম্পূর্ণভাবে বা ভৌগোলিকতা অথবা খাতের ভিত্তিতে আংশিক হিসেবে বিক্রি করে দিতে প্রস্তুত ছিল। অবশ্য সম্পদ বিক্রির বিষয়ে আলোচনা এখনো প্রাথমিক পর্যায়েই রয়েছে।সম্প্রতি ইসরায়েলভিত্তিক থ্রিডি ভিডিও প্রযুক্তি নির্মাতা রিপ্লে টেকনোলজিসকে কিনেছে ইন্টেল। এ প্রতিষ্ঠানের বানানো থ্রিডি ভিডিও প্রযুক্তি যুক্তরাষ্ট্রের পেশাদার ক্রীড়া প্রতিযোগিতাগুলোর টিভি সম্প্রচারে ব্যবহৃত হয়। রিপ্লে টেকনোলোজিকে অধিগ্রহণে কী পরিমাণ ডলার গুণতে হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তবে ইসরায়েলভিত্তিক বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি, প্রতিষ্ঠানটি কিনতে ইন্টেলকে ১৭ কোটি ৫০ লাখ ডলার খরচ করতে হয়েছে।রয়টার্স আরো জানায়, ভেঞ্চার ক্যাপিটাল ইউনিটের অংশ বিক্রির বিষয়ে জানতে চাইলে ইন্টেল কোন মন্তব্য করতে রাজি হয়নি। অন্যদিকে, তাৎক্ষনিক মন্তব্যের জন্য ইউবিএস গ্রুপেরও কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি।এমএমজেড/এএইচ/এমএস