দেশজুড়ে

গরু নিয়ে বাড়ি ফেরার সময় বজ্রপাতে প্রাণ গেলো বৃদ্ধের

টাঙ্গাইলে ফসলের মাঠ (চক) থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ফজলুল হক (৫০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এতে ফজলুল হকের শরীরের বিভিন্ন অংশ ভস্মীভূত হয়ে যায়।

বুধবার (২১ জুন) দুপুর আড়াইটার দিকে গোপালপুর উপজেলার নগদাশিমলা ইউনিয়নের বাইশকাইল গ্রামে এ ঘটনা ঘটে। ফজলুল হক ওই গ্রামের জহুর আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন।

তিনি জানান, ফজলুল হক দুপুরে মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। হঠাৎ বজ্রপাতের কবলে পড়েন তিনি। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে তার মরদেহ স্বজনরা বাড়ি নিয়ে গেছেন।

আরিফ উর রহমান টগর/এফএ/এমএস