জাগো জবস

যমুনা ইলেকট্রনিক্সে চাকরি

দেশের সুপ্রতিষ্ঠিত কোম্পানি যমুনা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডে ২টি পদে কিছুসংখ্যক জনবল নিয়োগ করা হবে। আগ্রহীরা আগামী ২০ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডপদের নাম: বিভাগীয়/আঞ্চলিক বিক্রয় ও বিপণন ব্যবস্থাপকশিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর/এমবিএঅভিজ্ঞতা: ০৫ বছর।পদের নাম: টেরিটরি বিক্রয় কর্মকর্তাশিক্ষাগত যোগ্যতা: স্নাতক/বিএসসি/স্নাতকোত্তরঅভিজ্ঞতা: ০২ বছর।যা যা প্রয়োজন: জীবনবৃত্তান্ত, ২ কপি ছবি, শিক্ষাগত যোগ্যতা, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও অভিজ্ঞতার সনদপত্রের অনুলিপি।আবেদন পাঠানোর ঠিকানা: মহাব্যবস্থাপক, প্রশাসন ও মানব সম্পদ, যমুনা গ্রুপ, ক-২৪৪, প্রগতি সরণী, কুড়িল, বারিধারা, ঢাকা-১২২৯।আবেদনের শেষ সময়: ২০ মার্চ ২০১৬সূত্র: যুগান্তর, ১৪ মার্চ ২০১৬এসইউ/আরআইপি