তুরস্কের রাজধানী আঙ্কারায় ভয়াবহ গাড়িবোমা বিস্ফোরণের পর সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। সামাজিক মাধ্যম ফেসবুক এবং টুইটারে আত্মঘাতী হামলার ছবি ছড়িয়ে পড়ায় এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। খবর স্থানীয় সিএনএন তুর্ক এবং এনটিভির। খবরে বলা হয়েছে, স্থানীয় একটি আদালত সামাজিক মাধ্যমের ওপর নিষেধাজ্ঞা জারি করার পর সামাজিক মাধ্যমের সব ধরনের সেবা বন্ধ করে দিয়েছে টেলিযোগাযোগ কর্তৃপক্ষ (টিআইবি)।ওই বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৩৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো শতাধিক। এদের মধ্যে ১৯ জনের অবস্থা বেশ আশঙ্কাজনক। স্বাস্থ্যমন্ত্রী মেহমেত মেজ্জিনোগলু জানিয়েছেন, গাড়িবোমা বিস্ফোরণে ঘটনাস্থলেই ৩০ জন নিহত হয়েছে। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো চারজনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। টিটিএন/এমএস