দেশজুড়ে

যশোর শহরের ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদ

যশোর পৌরসভার উদ্যোগে শহরে ফুটপাতের অবৈধ দখলদার উচ্ছেদ করা হয়েছে। বুধবার (২১ জনু) দুপুর থেকে বিকেল পর্যন্ত অবৈধ দখলদার উচ্ছেদ করা হয়েছে বলে জানিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ।

পথচারীর নিরাপদে চলাচল করার জন্য অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান। তিনি বলেন, এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

পৌরসভার সহকারী প্রকৌশলী বি এম কামাল আহমেদ বলেন, সকালে শহরের মুজিব সড়কে উচ্ছেদ অভিযান শুরু করা হয়। ওই সড়কের ফুটপাতের ওপর থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। একই সঙ্গে পৌরসভার পক্ষ থেকে দখলদারদের মৌখিক নোটিশ করা হয়। তারা যদি আবারও ফুটপাত দখল করে দোকান বসায় পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান বলেন, পথচারীর নিরাপদে চলাচল করার জন্য অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এবার উচ্ছেদ করার পর দখল হওয়ার কোনো সুযোগ নেই। প্রতিনিয়ত অভিযান চলবে। সেইসঙ্গে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মিলন রহমান/এমআরআর/এএসএম