সাতক্ষীরার লক্ষিদাড়ি সীমান্তে ও আলীপুর চেকপোস্ট এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ট্রাকভর্তি এলপিজি গ্যাস সিলিন্ডার ও পিকআপ ভর্তি ফেনসিডিল জব্দ করেছে বিজিবি। এসয় ফেনসিডিলবাহী পিকআপের ড্রাইভার হাসানুজ্জামান হাসানকে আটক করা হয়। সোমবার ভোরে অভিযান চালিয়ে এসব জব্দ করে বিজিবি।আটক হাসানুজ্জামান হাসান কালিগঞ্জ উপজেলার শীতলপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে ।সাতক্ষীরা ৩৮ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আরমান হোসেন জাগো নিউজকে জানান, ভারতে পাচারের উদ্দেশ্যে ট্রাকভর্তি এলপিজি গ্যাস সিলিন্ডার ভোমরা সীমান্তে নেওয়ার সময় লক্ষীদাড়ি সীমান্ত থেকে ট্রাকভর্তি ২০৬টি সিলিন্ডারসহ ট্রাক জব্দ করা হয়।অন্যদিকে, সীমান্তের আলীপুর চেকপোস্ট এলাকায় পিকআপ ভর্তি ৭১৮ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। আটক করা হয় পিকআপের ড্রাইভার হাসানুজ্জামান হাসানকে। জব্দকৃত ট্রাক ও পিআপসহ মালামালের মূল্য ৪৮ লাখ ২৯ হাজার টাকা বলেও তিনি জানান।এফএ/এমএস