দেশজুড়ে

রাজবাড়ীতে হত্যা মামলায় দুই যুবকের যাবজ্জীবন

রাজবাড়ীতে হত্যা মামলায় দুই যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে জেলা ও দায়রা জজ মোছা. জাকিয়া পারভীন এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- শিপন শেখ (২৫) ও বক্কর শেখ (২৮)। শিপন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের অভনগর গ্রামের মো. আক্কাস শেখের ছেলে ও বক্কর শেখ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সতৈর গ্রামের মৃত আকমল শেখের ছেলে।

আরও পড়ুন: যাবজ্জীবন অর্থ আমৃত্যু কারাদণ্ড 

আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ২৮ আগস্ট সকাল ৭টার দিকে বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের চরপোটরা এলাকার একটি ডোবার পাশ থেকে অজ্ঞাতপরিচয় যুবকের (২৩) মরদেহ উদ্ধার করে পুলিশ। বালিয়াকান্দি থানার এসআই নুর মোহাম্মদ মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। পরে পুলিশ দুজনকে আটক করে। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

ওই মামলায় সাক্ষ্যপ্রমাণ শেষে আসামি শিপন ও বক্করকে যাবজ্জীবন কারাদণ্ডসহ ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আরেকটি ধারায় তাদের ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট রফিকুল ইসলাম বলেন, মামলাটিতে আসামিরা খালাস পাওয়ার যোগ্য। আমরা উচ্চ আদালতে আমরা আপিল করবো।

রুবেলুর রহমান/আরএইচ/জিকেএস