দেশজুড়ে

মাদরাসার দেড় লাখ টাকা চুরি, দানবাক্সও ভাঙা

পাবনার ঈশ্বরদীতে মাদরাসার অফিস কক্ষের তালা ভেঙে আলমারিতে রাখা এক লাখ ৫৫ হাজার টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা।

বুধবার (২১ জুন) দিনগত মধ্যরাতে উপজেলার জয়নগর পশ্চিমপাড়া দারুল উলুম মাদরাসায় এ চুরির ঘটনা ঘটে।

জয়নগর মাদরাসার অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান জাগো নিউজকে জানান, মাদরাসার অফিস কক্ষের দরজার তালা ভেঙে আলমারিতে রাখা এক লাখ ৫৫ হাজার টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। মসজিদের দানবাক্স ভেঙেও টাকা নিয়ে গেছে তারা।

তিনি আরও বলেন, ‘মাদরাসার সিসি ক্যামেরায় দেখা গেছে, একজন চোর অফিস কক্ষের তালা ভাঙছে। সে হাফপ্যান্ট পরিহিত ও মুখে মাস্ক ছিল। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছি।’

ঈশ্বরদী থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন বলেন, মাদরাসায় চুরির ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

শেখ মহসীন/এসআর/জেআইএম