কোরবানির ঈদ উপলক্ষে পিরোজপুরে জমে উঠেছে পশুর হাট। ঈদ যত ঘনিয়ে আসছে জেলার হাটগুলোতে বেচাকেনার পরিমাণ ততই বাড়ছে। তবে গতবছরের তুলনায় এবার গরুর দাম বেশি বলে জানিয়েছেন ক্রেতারা।
সরেজমিন জেলার হাটগুলো ঘুরে দেখা যায়, হাটে বিভিন্ন সাইজের গরু আসতে শুরু করেছে। ৪০ হাজার থেকে শুরু করে ৯ লাখ টাকা পর্যন্ত দাম হাঁকছেন বিক্রেতারা।
জেলার অন্যতম বড় গরুর হাট পাঁচপাড়ার পশুর হাটে প্রায় ৮ মণ ওজনের গরু এনেছেন এক বিক্রেতা। ক্রেতারা গরুটির দাম দুই লাখ বললেও বিক্রেতা দাম হাঁকছেন আড়াই লাখ টাকা। তবে গতবছরের তুলনায় এবার গরুর দাম অনেক বেশি বলে অভিযোগ ক্রেতাদের। আর বিক্রেতারা বলছেন, গো-খাদ্যের দাম বাড়ায় এবং পশু স্বল্পতার কারণে দাম বেশি।
আব্বাস আলী নামের একজন ক্রেতা জাগো নিউজকে বলেন, গতবছর যে গরু ৮০ হাজার টাকা পাওয়া গেছে, সেই গরুর দাম এ বছর ১ লাখ ২০ হাজার টাকা চাচ্ছেন ব্যাপারীরা।
ক্রেতা ছগির হোসেন বলেন, হাটে অনেক গরু তবে দাম অনেক বেশি। পশু কিনতে হিমশিম খেতে হচ্ছে।
তবে নাদিম সিকদার নামের একজন বিক্রেতা বলেন, গো-খাদ্যের দাম অনেক বেড়েছে। গরু লালন-পালনে খরচ বেশি হচ্ছে। ন্যায্য দাম না পেলে আমাদের লোকসান হবে। তবে গরুর দাম একটু বেশি হওয়ায় গতবছরের তুলনায় বিক্রি কম
জেলা পশুসম্পদ বিভাগের তথ্য অনুযায়ী, কোরবানিতে এ বছর জেলায় ৪০ হাজার পশুর চাহিদা থাকলেও প্রস্তুত আছে ৩৫ হাজার।
এসআর/জিকেএস