দেশজুড়ে

কালীগঞ্জে স্বতন্ত্র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন

ঝিনাইদহের কালীগঞ্জ পৌর নির্বাচনে ভোটারদের হুমকি, কর্মী-সর্মথকদের হয়রানি, হামলা-মামলাসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী মাসুদুর রহমান মন্টু। সোমবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ করেন তিনি। লিখিত বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মকছেদ আলীর পক্ষে স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম গণসংযোগ, সভা, সেমিনার, প্রচার প্রচারণা করছেন। এছাড়া তিনি মুঠোফোনে স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের হুমকি ধামকি দিচ্ছেন। তিনি প্রচারণা চালাতে পারছেন না বলেও অভিযোগ করেন। এসব কারণে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়ার ব্যাপারেও তিনি প্রশ্ন তোলেন। তিনি নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।উল্লেখ্য, আগামী ২০ মার্চ এ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।এসএস/এমএস