দেশজুড়ে

স্বতন্ত্র প্রার্থী হওয়ায় আ.লীগের ৪ নেতা বহিষ্কার

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে দাঁড়ানোর কারণে তিন ইউনিয়নের চার জন আ.লীগ নেতাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে উপজেলা আ.লীগ নেতারা সাংবাদিকদের এ কথা জানান। বহিষ্কৃত নেতারা হলেন, নাগরী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সদস্য এডভোকেট মো. সিরাজ মিয়া, ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাবেক সহসভাপতি ও জেলা আ.লীগের উপদেষ্টা আব্দুল কাদের মিয়া। বাহাদুরসাদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সদস্য মো. মোস্তফা কামাল। জামালপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সদস্য মো. খাইরুল আলম।জানা গেছে, গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ৭টি ইউনিয়নের নির্বাচন ৩১ মার্চ দ্বিতীয় দফায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই নির্বাচনে তৃণমূল ও কেন্দ্র থেকে ৭ জন চেয়ারম্যান প্রার্থীকে চূড়ান্ত করার পরও উপজেলার নাগরী, বাহাদুরসাদী ও জামালরপুর ইউনিয়নে চার আ.লীগ নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে দাঁড়ান। আর এ কারণেই ওই চার নেতাকে কেন্দ্র এবং জেলা আ.লীগের নির্দেশে স্থায়ীভাবে বহিষ্কার করেছে উপজেলা আ.লীগ। সাংবাদ সম্মেলনে উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল গনি ভূঁইয়া, সহসভাপতি পরিমল চন্দ্র ঘোষ স্বাক্ষরিত বহিষ্কার আদেশের কপি সাংবাদিকদের হাতে তুলে দেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, আ.লীগের দলীয় মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. আবুবকর মিয়া বাক্কু, মো. শরীফুল ইসলাম তোরন, মো. মাহবুবুর রহমান ফারুক মাস্টার, এস.এম আলী হোসেন, মো. আতিকুর রহমান আকন্দ ফারুক, মো. সাহাবুদ্দিন আহমেদ, গাজী সারোয়ার হোসেনসহ উপজেলা, পৌর, ইউনিয়ন আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।  আব্দুর রহমান আরমান/এফএ/আরআইপি