নারায়ণগঞ্জ শহরে দুই জাটকা বিক্রেতাকে চার হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় তাদের কাছ থেকে ৮৫০ কেজি জাটকা উদ্ধার করা হয়। সোমবার দুপুরে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আকতার চৌধুরী এ দণ্ডাদেশ দেন।দণ্ডপ্রাপ্ত সুজন হাওলাদার (২৪) মাদারীপুরের শিবচর থানার মালিগ্রাম এলাকার সামছুল হাওলাদারের ছেলে এবং কামাল হোসেন (২৮)পটুয়াখালীর বাউফল থানার পশ্চিম কয়লা এলাকার মৃত সাবের আলীর ছেলে।এর আগে শহরের ৩নং মাছঘাট এলাকায় সোমবার দুই দফা অভিযান চালিয়ে প্রায় ৮৫০ কেজি জাটকাসহ দুই বিক্রেতাকে আটক করেছে নৌ-ফাঁড়ি পুলিশ। এসময় জাটকা পাচারের কাজে ব্যবহৃত একটি ইঞ্জিত চালিত ট্রলার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ।নারায়ণগঞ্জ নৌ-ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই তাহের খান জাগো নিউজকে জানান, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ৩নং মাছঘাট এলাকায় অভিযান চালিয়ে ৫০ কেজি জাটকাসহ দুই বিক্রেতা সুজন হাওলাদার ও কামাল হোসেনকে গ্রেফতার করা হয়। পরে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আকতার চৌধুরী ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুই জাটকা বিক্রেতাকে চার হাজার টাকা জরিমানা করেন।অন্যদিকে, দুপুরে ৩নং মাছঘাট এলাকা থেকে একটি পরিত্যক্ত ট্রলার থেকে ৮০০ কেজি জাটকা উদ্ধার করা হয়। ট্রলারটিকে জব্দ করা হয়। মালিককে আটকের চেষ্টা চলছে।শাহাদৎ হোসেন/এআরএ/পিআর