বিনোদন

ভারতীয় বিজ্ঞাপন নির্মাণ করলেন রাজীব

তরুণ বিজ্ঞাপন ও নাট্য নির্মাতা আদনান আল রাজীব। ইতোমধ্যেই দেশের বেশ কিছু বহুজাতীক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন নির্মাণ করে মুন্সিয়ানা দেখিয়েছেন। কুড়িয়েছেন প্রশংসাও। প্রথম বাংলাদেশি নির্মাতা হিসেবে এবার রাজিব নির্মাণ করলেন ভারতীয় বিজ্ঞাপন। তিনি জানালেন, সম্প্রতি তিনি মুম্বাই মানি এক্সপ্রেসের একটি বিজ্ঞাপন তৈরি করছেন। বর্তমানে মুম্বাই এবং পুনেতে চলছে এর চিত্রায়নের কাজ। সেখান থেকে রাজিব জাগো নিউজকে জানালেন, ‘ভারতের মধ্যে অন্যতম বড় এবং জনপ্রিয় একটি অর্থ লেনদেন প্রতিষ্ঠান মুম্বাই মানি এক্সপ্রেস। এর বিজ্ঞাপন নির্মাণ করতে পেরে আমি সত্যি খুব আনন্দিত। চেষ্টা করছি মান বজায় রেখে কাজটি করার।’রাজীব আরো বলেন, ‘এ মাসের ১২ তারিখ থেকে পুনেতে বিজ্ঞাপনটির নির্মাণ কাজ শুরু করেছি। আজ ১৪ মার্চ মুম্বাইয়ে শুটিং করছি। খুব শিকগির কাজটি শেষ হচ্ছে।’রাজীবের নির্মাণাধীন এ বিজ্ঞাপন চিত্রের মডেল হিসেবে আছেন আভিনাভ শুক্লা এবং রিসাব চাড্ডা। প্রসঙ্গত, রাজীবের নির্মিত জনপ্রিয় বিজ্ঞাপনগুলোর মধ্যে রয়েছে বাংলালিংক, গ্রামীণফোন, রবি, এয়ারটেলের বেশ কয়েকটি বিজ্ঞাপনসহ ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম, ফেয়ার অ্যান্ড লাভলি, গ্ল্যাক্সোজ ডি, প্রাণ ওয়াটার, স্যালন টি, স্যামসাং, সেন্টার ফ্রেশ, মোজো, এলজি ইত্যাদি। এনই/এলএ/পিআর