সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের দুই স্টক এক্সচেঞ্জে সূচক পতন ধারায় লেনদেন শেষ হয়েছে।এদিন উভয় বাজারে সূচকের সঙ্গে কমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণও।পাশাপাশি লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ার দর ও মিউচুয়াল ফান্ড ইউনিটের দরপতন অব্যাহত রয়েছে।বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১২ পয়েন্ট কমে ৪ হাজার ৪৬৭ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস সূচক ১ পয়েন্ট কমে ১ হাজার ৮৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৯ পয়েন্ট কমে ১ হাজার ১২ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩০৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ১২২টির, কমেছে ১৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টি প্রতিষ্ঠানের শেয়ারের। ডিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে ৩৩৬ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। যা আগের দিনের চেয়ে ৩১ কোটি টাকা কম। রোববার ডিএসইতে লেনদেন হয়েছিল ৩৬৭ কোটি টাকা। অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ১৯ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৩৭৭ পয়েন্টে, সিএসই৫০ সূচক ৪ পয়েন্ট কমে ১ হাজার ৪ পয়েন্টে, সিএসই৩০ সূচক ৪৮ পয়েন্ট কমে ১২ হাজার ৫০৪ পয়েন্টে, সিএএসপিআই ৩১ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৭৮৭ পয়েন্টে এবং সিএসআই সূচক ১ পয়েন্ট বেড়ে ৯৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে মোট ২২৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে বেড়েছে ৮৩টির, কমেছে ১০২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সিএসইতে টাকার অংকে মোট লেনদেন হয়েছে ২৪ কোটি ৭৫ লাখ টাকা।এসআই/এসকেডি/আরআইপি