বিদেশে অর্থপাচারের অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাঠানো নোটিশ বাতিল করে দিয়েছেন হাইকোর্ট। সোমবার মওদুদের আবেদনের চূড়ান্ত শুনানি নিয়ে বিচারপতি জিনাত আরা ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় দেন। আদালতে নিজের পক্ষে শুনানি করেন মওদুদ আহমদ। অপরদিকে দুদকের পক্ষে শুনানি করেন খুরশীদ আলম খান।যুক্তরাজ্যে অর্থপাচারের মাধ্যমে সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য মওদুদকে ২০১২ সালের ৪ জুলাই দুদক আইনের ১৯ ও ২০ ধারা মোতাবেক নোটিশ দেয় দুদক। ১১ জুলাই তাকে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে নির্দেশ দেয়া হয়েছিল।কিন্তু মওদুদ আহমদ এ নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে ওই বছরের ৮ জুলাই রিট করলে দুদকের নোটিশের কার্যকারিতা স্থগিত ও রুল জারি করেন হাইকোর্ট। এ রুলের চূড়ান্ত শুনানি শেষে সোমবার রায় দেন হাইকোর্ট। হাইকোর্টে মওদুদ আহমদের যুক্তি ছিলো, দুদক আইনের ১৯ ও ২০ ধারায় এ নোটিশ দিতে পারে না দুদক। নোটিশ দিতে হলে দুদক আইনের বিধি ২২ অনুযায়ী দিতে হবে।এফএইচ/এসএইচএস/পিআর