মৌলভীবাজারের কুশিয়ারা নদীতে ধরা পড়েছে ৫০ কেজি ওজনের একটি বাঘাইড়। রোববার (২৫ জুন) সকালে রুবেল মিয়া নামের এক ব্যবসায়ী মাছটি ৫০ হাজার টাকায় কিনে নেন।
ব্যবসায়ী রুবেল মিয়া জানান, জেলের কাছ থেকে মাছটি কিনে নদী পাড়ের কালার বাজারে নিয়ে আসি। পরে স্থানীয়দের অনুরোধে এক হাজার ৫০০ টাকা কেজি দরে বিক্রি করছি।
কালার বাজারের ব্যবসায়ী আব্দুল মুমিন সবুজ বলেন, মাছটি কিছুটা নরম হওয়ায় তিনি এতো কম দামে কিনতে পেড়েছেন।
আব্দুল আজিজ/আরএইচ/এমএস