জাতীয়

ঈদে যান চলাচল নিরবচ্ছিন্ন রাখতে নিয়ন্ত্রণ কক্ষ খুললো বিআরটিএ

আসন্ন ঈদুল আজহায় উপলক্ষে যান চলাচল নিরবচ্ছিন্ন রাখতে নিয়ন্ত্রণ কক্ষ খুলেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

রোববার (২৫ জুন) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শেখ ওয়ালিদ ফয়েজ এক সংবাদ বিজ্ঞপ্তিতেএ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যান চলাচল নিরবচ্ছিন্ন রাখার জন্য সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ কর্তৃক বিআরটিএ’র সদর কার্যালয়ে (৩য় তলা, বনানী, ঢাকা) এ বিভাগ এবং আওতাধীন বিআরটিএ, বিআরটিসি, ডিটিসিএ ও ডিএমটিসিএলের কর্মকর্তা/কর্মচারীদের সমন্বয়ে একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।

নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন নম্বর: ৫৫০৪০৭৩৭ এবং মোবাইল নম্বর: ০১৫৫০-০৫১৬০৬। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এক স্মারকে এ আদেশ জারি করা হয়।

আইএইচআর/ইএ/জিকেএস