দেশজুড়ে

উদ্বোধনের পরদিনই বন্ধ ম্যংগো স্পেশালের পশুবাহী ওয়াগন

ঈদুল আজহায় স্বল্প খরচে ঢাকায় কোরবানির পশু পরিবহনের জন্য ট্রেন চালুর সিদ্ধান্ত নেয় রেলপথ কর্তৃপক্ষ। তবে চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্বোধনের পরদিনই পশু সংকটে বন্ধ হয়ে গেছে এ কার্যক্রম। আজ ম্যাংগো স্পেশাল ট্রেনের কোনো ওয়াগনে যায়নি কোরবানির পশু।

রোববার (২৫ জুন) সন্ধ্যা ৭টায় চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনের মাস্টার মো. ওবাইদুল্লাহ জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার ৪০ টি গরু ও ছয় টি ছাগল ম্যাংগো স্পেশালের দুটি ওয়াগনে পরিবহন করা হয়েছিল। তবে আজকে সে কার্যক্রম বন্ধ হয়ে গেছে। কোনো খামারি আমাদের ট্রেনের ওয়াগন ভাড়া নেয়নি। তাই শুধু আম নিয়ে ঢাকার পথে যাত্রা করেছে ম্যাংগো স্পেশাল ট্রেনটি।

স্টেশন মাস্টার ওবাইদুল্লাহ আরও বলেন, এ কার্যক্রম থাকবে ২৬ জুন পর্যন্ত। যদি কোনো খামারি ট্রেনে পশু নিয়ে ঢাকায় যেতে চান, আমরা সে ব্যবস্থা করবো।

অন্য বছরের মতো চালু করা হয়নি স্পেশাল ক্যাটল ট্রেন। ম্যাংগো স্পেশাল ট্রেনের দুটি ওয়াগনে শনিবার চাঁপাইনবাবগঞ্জ থেকে ৪০টি গরু ও ছয়টি ছাগল নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

সোহান মাহমুদ/এসজে/জিকেএস