ক্যাম্পাস

ফেনসিডিলসহ হাবিপ্রবি কর্মচারী আটক

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল কর্মচারী পরিষদের আহ্বায়ক মো. পারভেজ রহমানকে (৩৫) ফেনসিডিলসহ আটক করেছে বিজিবি।

রোববার (২৫ জুন) দুপুরে সদর উপজেলার সীমান্ত এলাকার জামালপুর তাতীকুড়ি গ্রাম থেকে তাকে আটক করা হয়।

পারভেজ রহমান দিনাজপুর শহরের পাটুয়াপাড়া গ্রামের মো. আজগর আলীর ছেলে। তিনি হাবিপ্রবিতে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মরত রয়েছেন।

বিজিবি তার কাছ থেকে ৪ বোতল ফেনসিডিল, ১৭ হাজার টাকা, একটি পালসার মোটরসাইকেল ও একটি মোবাইল জব্দ করেন।

আরও পড়ুন: হাজি দানেশে ভর্তি পরীক্ষা দিতে গিয়ে শিক্ষার্থী আটক 

বিজিবি সূত্র জানায়, দুপুরে একটি পালসার মোটরসাইকেলে বিশেষ ব্যবস্থায় ৪ বোতল ফেনসিডিল বহন করছিলেন ফারভেজ। এ সময় বিজিবি তাতীকুড়ি গ্রামে তাকে আটক করতে গেলে মোটরসাইকেল ফেলে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তাকে আটক করে মোটরসাইকেল তল্লাশি চালিয়ে চার বোতল ফেনসিডিল উদ্ধার করে। পরে তাকে থাকায় হস্তান্তর করা হয়।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম জানান, মামলা দিয়ে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।

এমদাদুল হক মিলন/আরএইচ/জিকেএস