বিনোদন

দেবাশীষ দাশের বন্ধু হয়ে থেকো বুকের মাঝে (ভিডিও)

গান পছন্দ করেন না এমন খুব কম মানুষ আছে। যুগে যুগে বিভিন্ন গান সৃষ্টি হয়েছে। অনেক গান মানুষের মনে দোলা দিয়ে গেছে। আবার কিছু গান মানুষের অন্তরে স্থায়ীভাবে স্থান করে নিয়েছে। কিছু গান নিজের ভাবনা ও জীবনের সঙ্গে মিলে গেছে। একটি ভালো গান মানুষকে তার ক্লান্ত জীবনে ক্ষণিকের জন্য হলেও প্রশান্তি এনে দেয়। জীবনের দুঃখ ক্ষণিকের জন্য ভুলিয়ে আনন্দ দান করে। তেমনি একটি রোমান্টিক ও হৃদয় জয় করা গান সম্প্রতি ফেসবুক ও ইউটিউবে ভাইরাল হয়েছে। ‘ভালোবাসতে না পার যদি/বন্ধু হয়ে থেক বুকের মাঝে’- এমন কথায় সাজানো গানটি লিখেছেন ইংল্যান্ড প্রবাসী গীতিকার দেবাশীষ দাশ। এই লেখক ও রিসার্চ স্কলার একাধারে গান, কবিতা, উপন্যাস, নাটক ও রিসার্চ আরটিকুল লিখায় সমভাবে পারদর্শী। তার বেশ কিছু বইও প্রকাশ হয়েছে। তারমধ্যে রয়েছে- বীরাঙ্গনা থেকে মুক্তিযোদ্ধা, ফিরে চাই ভালোবাসা ও রিমার ভালোবাসা উল্লেখযোগ্য।   ‘বন্ধু হয়ে থেক বুকের মাঝে’ শিরোনামের রোমান্টিক এই ডুয়েট গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী শশী জাফর ও আসমা দেবযানী। শ্রুতি মধুর গানটিতে সুর দিয়েছেন শশী জাফর। সংগীত পরিচালক দেবা পাল। আবহ সংগীত করেছেন পুলক বড়ুয়া।দেবাশীষ জানালেন, প্রথম গানের সাফল্যের ধারাবাহিকতায় আগামী সপ্তাহে ইউটিউবসহ সামজিক যোগাযোগের নানা মাধ্যমে প্রকাশ হবে তার লেখা ‘হৃদয়য়ের কিছু কথা গানে গানে বলি/এসো আজ দুজনে হাত ধরে চলি’- শিরোনামের আরেকটি রোমান্টিক মৌলিক গান। দেখুন বন্ধু হয়ে থেক বুকের মাঝে গানের ভিডিও :এমএএস/এলএ/পিআর