দেশজুড়ে

ভেড়া-ছাগল পেল চরাঞ্চলের ১০০ পরিবার

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার নদী বিধৌত তিন ইউনিয়নের চরাঞ্চলে বসবাসরত ১০০ অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ভেড়া-ছাগল বিতরণ হয়েছে।

রোববার (২৫ জুন) বিকেলে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার মাঠে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ভেড়া ও ছাগল বিতরণ হয়।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আশরাফুল আলম সরকার লেবু।

এ সময় আরও উপস্থিত ছিলেন- তারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম লেবু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. ফজলুল করিম, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তরিকুল ইসলাম সাবু, ভেটেরিনারি সার্জন ডা. মো. মোজাম্মেল হক, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. নাজমুল হোসেন।

উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধাবঞ্চিত ৮৬টি এলাকা ও নদী বিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২২-২০২৩ অর্থবছরে উপজেলার তারাপুর, বেলকা ও হরিপুর ইউনিয়নের চরাঞ্চলের প্রশিক্ষণপ্রাপ্ত নির্বাচিত সুফলভোগী ৫০ পরিবারের মাঝে তিনটি করে ভেড়া ও ৫০ পরিবারের মাঝে দুটি করে ছাগল বিতরণ করা হয়।

উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হতদরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় উত্তরাঞ্চলের নদী বিধৌত চরাঞ্চলে বসবাসরত দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নত ও পুষ্টির চাহিদা পূরণ এবং তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ভেড়া, ছাগল ও গরু বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মে. ফজলুল করিম বলেন, নদী বিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুন্দরগঞ্জ উপজেলার নদীবেষ্টিত তিন ইউনিয়নের চরাঞ্চলে বসবাসরত ১০০ পরিবারের মাঝে ভেড়া ও ছাগল বিতরণ করা হয়েছে। এটি দরিদ্র জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়ন ঘটিয়ে পুষ্টির চাহিদা পূরণ করবে। একইসঙ্গে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবে।

শামীম সরকার শাহীন/এসজে/এমএস