দেশজুড়ে

ঈদের কেনাকাটা করে বাড়ি ফেরা হলো না বৃদ্ধের

মেহেরপুর গাংনীতে ঈদের কেনাকাটা শেষে ছেলের সঙ্গে বাড়ির ফেরার পথে মাটিবোঝাই ট্রলির ধাক্কায় আইয়ুব আলী (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

সোমবার (২৬ জুন) দুপুরে গাংনী পৌর এলাকার পুর্বমালশাদাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আইয়ুব গাংনী উপজেলার গোপালনগর গ্রামের বাসিন্দা।

নিহতের ছেলে তোহিদুল ইসলাম জানান, গাংনী শহরে ঈদের কেনাকাটা করে বাবা-ছেলে মিলে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। এসময় একটি দ্রতগামী মাটিবোঝাই ট্রলি তাদের ধাক্কা দিলে আইয়ুব আলী রাস্তায় ছিটকে পড়ে আহত হন। তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মাটি বহনকারী গাড়িটিকে আটকের চেষ্টা চলছে।

আসিফ ইকবাল/এমআরআর/এমএস