জাতীয়

কমলাপুরে দালাল-টিকিট কালোবাজারি ধরতে র‌্যাবের অভিযান

ঈদুল আজহার ছুটির আগে শেষ কর্মদিবসে যাত্রীর চাপ বেড়েছে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে। এ পরিস্থিতিতে রেলস্টেশনে দালাল, ছিনতাইকারী ও টিকিট কালোবাজারি প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে র‌্যাব।

সোমবার (২৬ জুন) রাত ৮টা থেকে র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান শুরু হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক সিনিয়র এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঈদুল আজহাকে কেন্দ্র করে রেলস্টেশনে দালাল, ছিনতাইকারী ও টিকিট কালোবাজারি প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে র‌্যাব। এসব প্রতারক চক্রের বিরুদ্ধে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত চলমান।

অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা।

টিটি/ইএ/এমএস